ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা কোটা রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৮, ২২:২৭

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা কোটা রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে পঞ্চগড়ে মহাসড়ক অবরোধ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। শুক্রবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত এ অবরোধ চলে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড পঞ্চগড়ের ব্যানারে এই অবরোধ কর্মসূচিতে শতাধিক মুক্তিযোদ্ধা সন্তান অংশ নেয়। এ সময় তারা সম্প্রতি প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা প্রথা তুলে দিয়ে প্রজ্ঞাপন জারির প্রতিবাদ জানিয়ে তা পরিবর্তন করে সরকারি চাকরির সকল ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রাখার দাবি জানান।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের আহ্বায়ক মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের নেতা আশিকুজ্জামান সৌরভ, ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • পঠিত