ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

মৃত্যুদণ্ড রায়ে বাবরের উপজেলায় প্রতিক্রিয়া নেই

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ১৫:৩৯  
আপডেট :
 ১১ অক্টোবর ২০১৮, ১৫:৪৪

মৃত্যুদণ্ড রায়ে বাবরের উপজেলায় প্রতিক্রিয়া নেই

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ডের রায় হওয়ায় তার নিজ বাড়ি নেত্রকোনার মদন উপজেলায় বিএনপি সমর্থিতদের কোন প্রতিক্রিয়া নেই। এদিকে নেত্রকোনার মদন উপজেলার ‘বাড়িভাদেরায়’ বাবরের বাড়ি বর্তমানে বাড়িটি খালি রয়েছে। কোন লোকবল নেই সেখানে।

মদন উপজেলা বিএনপির সভাপতি এ ব্যাপারে জানান, ‘কেন্দ্রীয়ভাবে কোনো কার্যক্রম নেই, আমরা কি করব। কেন্দ্রীয়ভাবে যা সিদ্ধান্ত হবে তাই। আমরাও আলোচনা করছি। তারপর সিদ্ধান্ত নেব। তাৎক্ষনিক কোন কিছু আমরা করি নাই’।

জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান জানান, ‘এই মুহূর্তে কিছু বলতে পারছি না। কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া আমরা আপাতত কোনো কিছু করছিনা’।

এদিকে মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ বলেন, ‘এ রায়ে বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে। তবে আমি আরও খুশি হতাম তারেক জিয়ার মৃত্যুদণ্ড হলে’।

জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম সাইফুল ইসলাম হান্নান বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। তবে আমরা চাই এ রায় দ্রুত কার্যকর করা হোক।

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ড হওয়ায় নিজ উপজেলা মদনে বুধবার রায়ের বিরুদ্ধে কোনো বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠিত হয়নি।

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, উপজেলার সবকটি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বাবরের বাড়ি ‘বাড়িভাদেরায়’ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি জানান, গোয়েন্দা নজরদারি আছে। কোনো দলই এ পর্যন্ত মিছিল সমাবেশ করেনি। অপ্রীতিকর কোনো ঘটনাও সংগঠিত হয়নি।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত