ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

‘সমৃদ্ধির মানেই জানেন না খালেদা জিয়া’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৮, ১৫:৫৪

‘সমৃদ্ধির মানেই জানেন না খালেদা জিয়া’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় ফিরতে পারলে সেই সমৃদ্ধি থমকে যাবে, কেননা তিনি সমৃদ্ধির মানেই জানেন না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নুসা দুয়া কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিতসুহিরো ফুরুসায়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দেশে রাজনৈতিক অস্থিরতার কোনো শঙ্কা দেখছেন কিনা এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিশ্চয়তা দেখা দেবে না। কারণ আমাদের রাজনীতিতে একটি ভালো পরিবর্তন এসেছে। দেশে কোনো ধরনের উত্তাপ নেই।’

এসময় আবুল মাল আবদুল মুহিত আশা প্রকাশ করে বলেন, ‘এ বছরের শেষে কোনো ঝামেলা ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তাতে জয়ী হয়ে শেখ হাসিনা আবারও সরকার গঠন করবেন।’

আইএমএফের ডিএমডির সঙ্গে বৈঠকের বিষয়ে মুহিত বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তবে ব্যাংক খাতের খেলাপি ঋণ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।’

তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আমাদের এ সরকারের সময়েই এ বিষয়ে একটি ব্যবস্থা নিয়ে রাখা হবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে।’

বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সম্মেলনে অংশ নিতে বুধবার ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছান অর্থমন্ত্রী মুহিত। বিশ্বের ১৮৯ দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে শুক্রবার সকালে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বালি দ্বীপের নুসা দুয়া কনভেনশন সেন্টারে বিশ্বব্যাংক ও আইএমএফের এ বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে বাংলাদেশের ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম রয়েছেন এ প্রতিনিধিদলে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘গত ২৫ বছরে বিশ্বে অতিদরিদ্র মানুষের সংখ্যা ১০০ কোটির বেশি কমেছে। এ সফলতা উল্লেখযোগ্য হলেও এখনও প্রায় ৭৪ কোটি মানুষ (৭৩৬ মিলিয়ন) অতিদরিদ্র।’

এ সংখ্যা ২০৫০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং তথ্যপ্রযুক্তিতে জোর দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান বিশ্বব্যাংক প্রধান।

ইন্দোনেশিয়ার সোলায়সী দ্বীপে সাম্প্রতিক ভূমিকম্প ও সুনামিতে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত