ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

কুড়িগ্রামে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় মহড়া

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১৬:১৬

কুড়িগ্রামে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় মহড়া

কুড়িগ্রামে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় মহড়া ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে এ মহড়া ও র‌্যালির আয়োজন করা হয়।

কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠানের পর অগ্নিকাণ্ড ও দুর্যোগ বিষয়ক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট ও স্কাউট এর সদস্যরা। বিভিন্ন স্কুলের শতশত শিক্ষার্থীরাও এ মহড়া উপভোগ করে।

এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর ইউএনও আমিন আল পারভেজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইয়াসির আরাফাত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো: মুঞ্জিল হক, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ সিদ্দিকী, সলিডারিটির নির্বাহী পরিচালক এস.এম হারুন অর রশীদ লাল, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, হ্যান্ডিক্যাপের প্রতিনিধি পঙ্কজ পাল প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/কে

  • সর্বশেষ
  • পঠিত