ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে ইলিশ ধরার দায়ে ৭ জেলের কারাদণ্ড

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ১০:৫৩

নড়াইলে ইলিশ ধরার দায়ে ৭ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মা ইলিশ ধরায় ৭ জেলেকে সাতদিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেয়া হয়।

এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয় এবং উদ্ধারকৃত মাছ এতিমখানায় দান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রোববার রাতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় চক্রবর্তীর নেতৃত্বে নবগঙ্গা নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় নদীর বিভিন্ন এলাকা থেকে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার সময় ৭ মৎস্যজীবীকে আটক করে।

আটককৃতরা হলেন, কালিয়া উপজেলার মাধপপাশা গ্রামের রুবেল মোল্লা (২৪), নওয়া গ্রামের নিজাম শেখ (৪০), দেয়াডাঙ্গা গ্রামের ইরান মোল্লা (২২), সিঙ্গেডাঙ্গার মুরাদ মুন্সি(৪২), বিষ্ণুপুর গ্রামের মুস্তাব বিশ্বাস (৫০), পার-ভোমবাগ গ্রামের তৈয়েবুর রহমান (৩০) ও পার-বিষ্ণুপুর গ্রামের মহিদুল শেখ (৩৫)।

  • সর্বশেষ
  • পঠিত