ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

সোনামসজিদ স্থলবন্দর ৫ দিন বন্ধ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ১২:৫৪

সোনামসজিদ স্থলবন্দর ৫ দিন বন্ধ

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৫ দিন সকল প্রকার আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত ৫ দিনের ছুটি থাকায় আমদানী-রপ্তানী বন্ধ থাকবে। তবে, দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর শুল্ক ষ্টেশনের সহকারি কমিশনার সন্তোষ সরেন জানান, সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর সিএন্ডএফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ও রপ্তানীকারক গ্রুপ এক পত্রের মাধ্যমে সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানী-রপ্তানীকারক গ্রুপকে ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। যথারীতি আগামী ২১ অক্টোবর রবিবার থেকে বন্দরের সকল প্রকার কার্যক্রম চালু হবে।

তিনি আরো জানান, ছুটির সময়ে বন্দরের কার্যক্রম চলবে ও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে এবং বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবে।

  • সর্বশেষ
  • পঠিত