ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

শারদীয় দুর্গোৎসব

আজ মহা অষ্টমী ও কুমারী পূজা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১০:৫৪

আজ মহা অষ্টমী ও কুমারী পূজা

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। একই সঙ্গে কুমারী পূজাও। বুধবার রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ সারা দেশে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এদিন সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে মহাষ্টমীর বিহিত পূজা, দুপুরে মহাষ্টমীর মহাপ্রসাদ বিতরণ এবং কেন্দ্রীয় কারাগারে কারাবন্দিদের মধ্যে বেলা ১১টায় খাদ্য বিতরণ করা হয়।

জাতীয় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সাংবাদিক স্বপন কুমার সাহা জানান, শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন আজ সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গণে মহাসপ্তমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব শেষ হবে আগামী ১৯ অক্টোবর।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত