ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা জেলহাজতে

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১৭:২৪  
আপডেট :
 ১৭ অক্টোবর ২০১৮, ২০:১১

ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা জেলহাজতে

অর্থনৈতিক অঞ্চলের মাটি ভরাট কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের উপর আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে বিরোধের জের ধরে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন পরিষদে হামলার মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বাদী হয়ে আজিজুর রহমানকে প্রধান আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

বুধবার অজিজুর রহমান জিআর আমলি নেয়ার আদালতে জামিনের আবেদন চেয়ে আত্বসমর্পন করলে বিজ্ঞ বিচারক জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোলায়মান কবির জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে।

অর্থনৈতিক অঞ্চলের ৫০০ একর জমিতে মাটি ভরাটের কাজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের সমর্থক ও বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের সমর্থকরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করে। আজিজুর রহমানের সমর্থকরা মিছিল শেষে ফেরার পথে ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ভাংচুর করে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত