ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১৯:৩৯  
আপডেট :
 ১৭ অক্টোবর ২০১৮, ২০:১১

বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন

লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল এর অক্টোবর দ্বি সপ্তাহ সেবা উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের আয়োজনে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। বুধবার সকালে বগুড়া শহরের সাত মাথায় রক্তদান ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. আলী আশরাফ ভুঞা বিপিএম। উদ্বোধন করে পুলিশ সুপার নিজেই রক্তদান করেন। এসময় বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কামরুজ্জামানও রক্তদান করেন।

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের সাবেক গর্ভনর ও দৈনিক করতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক। পালিত কর্মসূচির সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়াল সভাপতি ও জেলা চেয়ারপার্সন আতিকুর রহমান মিঠু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান, রিজিয়ন চেয়ারপার্সন ও বগুড়া লায়ন্স ক্লাব অব আইডিয়াল এর প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মাহমুদ হোসেন পিন্টু, জোন চেয়ারপার্সন লায়ন হাসনাত জাহান, লায়ন মীর্জা আহছানুল হক দুলাল, লায়ন আকতারুজ্জামান ডিউক, লায়ন মাসুদ তালুকদার, লায়ন জিল্লুর রহমান শামীম, লায়ন টি এম রুহুল আমিন, লায়ন আনিছুর রহমান, ঢাকা ব্যাংকের বগুড়া ম্যানেজার লায়ন ফারুক আহম্মেদ, লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়া প্রেসিডেন্ট আব্দুল মোবিন জিন্নাহ, লিও ক্লাব অব বগুড়া আইডিয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি রিজিয়ন-৫ লিও মাহবুব হোসেন অন্তু, লিও ক্লাব অব বগুড়া আইডিয়ালের সভাপতি লিও সারোয়ার আহম্মেদ, আইপিপি লিও আশেকুজ্জামান, লিও মো. সংগ্রাম শেখ, লিও তৌহিদুল ইসলাম, লিও শফি উদ্দিন সানিম, শাকিল হোসেন। রক্তদান করেন লিও হারেজ আল বাকি।

কর্মসূচি পালনে সন্ধানী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ইউনিট, সুর্যোদয় ব্যায়াম সংঘের ডাক্তার বাহালুল আলম বাদল, আওলাদ হোসেন আলিফ ও সাধারণ সম্পাদক শাহান বারি, এফপি এবির কর্মকর্তা মো. হাবিব সহযোগিতা করেন। এ সময় রক্তদাতাদের ব্লাড প্রেসার, ওজন ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত