ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

চণ্ডীপাঠ আর অঞ্জলী দেয়ার মহা নবমী

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১৩:৫৬  
আপডেট :
 ১৮ অক্টোবর ২০১৮, ১৪:৪৯

চণ্ডীপাঠ আর অঞ্জলী দেয়ার মহা নবমী

বৃহস্পতিবার মহা নবমী। গোপালগঞ্জের মন্দিরগুলোতে চণ্ডীপাঠ আর অঞ্জলী দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মহা নবমীর পূজা।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলার মন্দিরগুলোতে একযোগে দেবীর নিকট নৈবেদ্য সাজিয়ে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় মহা নবমীর পূজা। পূজা হবার পর ভক্তরা আশীষ লাভে দেবীর পায়ে ফুল দিয়ে অঞ্জলী প্রদান করেন।

এ সময় শংখ, ঢাকের বাজনা, উলুধ্বনি ও আরতীতে মুখরিত হয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গা প্রতিমা সজ্জিত ১ হাজার ১শ ৯৭ টি পূজা মন্ডপ। দূর্গাদেবীর আগমনে সকল ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলেই মেতে ওঠে উৎসবের আমেজে।

দর্শনার্থীরা রিক্সা, মোটর সাইকেল ও অটোরিক্সায় করে পরিবার পরিজন নিয়ে ঘুরে ঘুরে দেখেছেন বিভিন্ন মন্দিরের প্রতীমা। ফলে দর্শনার্থীদের ভীড় আর পদচারনায় মুখরিত হয়ে ওঠে মন্দিরগুলো। সেগুলোতে চলে শুধু গান আর নাচ।

পূজা উপলক্ষ্যে জেলার বিভিন্ন সড়কে তোড়ন নির্মাণ ও আলোক সজ্জা করা হয়। এ পূজা উপলক্ষ্যে প্রতিটি মন্ডপসহ জেলায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার বিজয়া দশমীর মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শেষ হবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত