ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

বিকাশ অ্যাপসের মাধ্যমে প্রতারণা করেন তারা!

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৮, ১৭:৪৯  
আপডেট :
 ১৯ অক্টোবর ২০১৮, ১৮:৩২

বিকাশ অ্যাপসের মাধ্যমে প্রতারণা করেন তারা!

ঝিনাইদহে বিকাশ অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে ও ও শুক্রবার সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-শহরের মহিষাকুণ্ডু এলাকার মৃত আকামত মিয়ার ছেলে রাজু আহমেদ (২৯), আর্যনারায়ণপুর গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে আকিদুল মণ্ডল (২০), হাবিবুর শেখের ছেলে তালিপ শেখ (২০), আল আমিন (২২) ও মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে সাব্বির হোসেন (১৮)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের বিভিন্ন এলাকায় বিকাশ অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে সহজ-সরল মানুষের কাছ টাকা হাতিয়ে আসছিল। রাতে ওই চক্রের একজন সদস্য শহরের চাকলাপাড়া এলাকার একটি দোকানে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় আরও ৪ জনকে।

তিনি জানান, চক্রটি বিকাশ অ্যাপসে সাধারণ গ্রাহকদের ফোন নম্বর দিয়ে তাদের কাছ থেকে বিকাশের গোপন কোড সংগ্রহ করে টাকা হাতিয়ে আসছিল।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত