ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ইলিশ মাছ বিক্রির অপরাধে জেলেকে জরিমানা

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৮, ২০:০৮

ইলিশ মাছ বিক্রির অপরাধে জেলেকে জরিমানা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইলিশ মাছ বিক্রির অপরাধে কৃষ্ণ বিশ্বাস (৪৫) নামে এক জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ.এস.এম মাঈন উদ্দিন এ জরিমানা প্রদান করেন।

কাশিয়ানী উপজলো নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মাঈন উদ্দিন জানান, কাশিয়ানী উপজেলা সদর বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় ওই বাজার থেকে ১৪০ পিস ইলিশ মাছসহ জেলে কৃষ্ণ বিশ্বাসকে আটক করা হয়। পরে কাশিয়ানী উপজলো নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ.এস.এম মাঈন উদ্দিন ওই জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাজাহান সিরাজ উপস্থিত ছিলেন। জব্দকৃত ইলিশ মাছ উপজেলার নয়টি এতিমখানায় ভাগ করে দেওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত