ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ১১:২৫  
আপডেট :
 ২০ অক্টোবর ২০১৮, ১১:৫৬

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর ভিটা সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী গোলাম রব্বানী (২৬) বালিয়াডাঙ্গী উপজেলার ক্যাম্পের হাট এলাকার পসির উদ্দিনের ছেলে বলে গেছে। আজ ভোরে নাগর ভিটা সীমান্তের ৩৮৯ নং পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পরে ভারতীয় হাট খোলা ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।

ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানায়, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গরু ব্যবসায়ী গোলাম রব্বানীর লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

ওয়াইএ/

  • সর্বশেষ
  • পঠিত