ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ১৫:৩৪

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে হোসেন আলী (৫০) নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দু‘জন। নিহত হোসেন আলী কেরালখালি গ্রামের মুনতাজ আলীর ছেলে। আহত ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে বুরুজবাগান স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে গ্রামজুড়ে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় বাজারের চায়ের দোকানে একটি বাইসাইকেলের দাম নিয়ে হোসেন আলীর সাথে একই গ্রামের রেজাউলের ছেলে তরিকুল ও শফিকুলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটে।

এক পর্যায়ে তারা লোহার পাইপ দিয়ে হোসেন আলীর মাথায় আঘাত করে। হোসেন সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় মারামারি ঠেকাতে এসে আহত হয় নিহত হোসেন আলীর ছেলে শাকিল ও আব্দুল করিমের ছেলে ফরিদুল। তাদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান জানান, পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় খুন হয় হোসেন আলী। আহত হয় দু‘জন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। থানায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত