ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

গ্রামীণফোনের বিরুদ্ধে সংসদে ক্ষোভ ঝাড়লেন বাণিজ্যমন্ত্রী

গ্রামীণফোনের বিরুদ্ধে সংসদে ক্ষোভ ঝাড়লেন বাণিজ্যমন্ত্রী

মোবাইল অপারেটর গ্রামীণফোনের কল ড্রপ নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার (২১ অক্টোর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরের শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বাণিজ্যমন্ত্রী এ ক্ষোভ প্রকাশ করেন।

ক্ষমতাসীন দলের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ বলেন, ইদানিং লক্ষ্য করলে দেখা যাবে, আমরা যারা গ্রামীণফোন ব্যবহার করি, প্রত্যেকটি কলে কলড্রপ হয়। একেকটি কলে ৩, ৪, ৫ বার ড্রপ হয়। এজন্য বার বার কল করতে হয়। এটা হতে পারে না, এর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এই কলড্রপের ঘটনা যাতে না ঘটে, বাণিজ্যমন্ত্রী সেজন্য টেলিযোগাযোগ মন্ত্রীকে গ্রামীণ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, রবিসহ অন্যান্য আরও ফোন আছে। কিন্তু গ্রামীণফোনের অন্যায়ভাবে ব্যবসা করে লাভ করা, এটা সঠিক নয়, বাস্তব সম্মত নয়।

মন্ত্রী বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী গ্রামীণ মোবাইল ফোনের অনুমতি দিয়েছিলেন। ড. ইউনূসকে গ্রামীণ টেলিফোন দেওয়া হয়েছিল। এর লাভের একটি অংশ গ্রামীণ ব্যাংকের সঙ্গে জড়িত সাধারণ মানুষের পাওয়ার কথা ছিল। কিন্তু তারা পাচ্ছে কিনা জানি না।

  • সর্বশেষ
  • পঠিত