ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বেনাপোলে হুন্ডির টাকাসহ যুবক আটক

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১৭:৫৯

বেনাপোলে হুন্ডির টাকাসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় প্রায় ১৩ লাখ টাকাসহ রনি আহম্মেদ (৩৫) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি’র সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরের দিকে পুটখালির সীমান্তবর্তী খলসী মোল্লাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রনি আহম্মেদ বেনাপোল পোর্ট থানার পুটখালি উত্তর পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিজিবি জানায়, রনি আহম্মেদ বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে মোটরসাইকেল চালিয়ে বেনাপোলের দিকে যাবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলট বিওপি’র টহল দল খলসী মোল্লাপাড়া এলাকায় তার গতিরোধ করে। পরে তার দেহ তল্লাশি করে বাংলাদেশি নগদ ১২ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় হুন্ডির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উদ্ধারকৃত টাকা ও জব্দকৃত মোটরসাইকেলের মোট সিজার মূল্য ১৪ লাখ ৫৯ হাজার টাকা।

আটককৃতের নামে অর্থ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • পঠিত