ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ধুনটে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৮, ১৮:৪৫

ধুনটে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন

বগুড়ার ধুনট উপজেলায় ৪তলা ফাউন্ডেশনসহ দ্বিতল ভবন ও ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করণ প্রকল্পের আওতায় নতুন ভবন পাচ্ছে ২২টি প্রাথমিক বিদ্যালয়।

রোববার আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজগুলোর উদ্বোধন করা হয়।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেকরাঘাট সরকারি বিদ্যালয়, খাটিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলা-হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেহলিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদাই আবু হাসান ঠান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোকশাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাংলু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলারবাড়ী মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচথুপী-নসরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ও উর্দ্ধমূখী সম্পসারণ কাজ হচ্ছে।

ইতিমধ্যে প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষ সংকট দূর হবে। এতে পাঠদানের পরিবেশ উন্নয়ন ঘটবে।

রোববার বিকালে হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিক ভাবে ৩৬টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য হাবিবর রহমান।

বগুড়ার ধুনট উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে গোপালনগর ইউনিয়ন পরিষদ, ৭০ লাখ টাকা ব্যয়ে চৌকিবাড়ী ও গোপালনগর ইউনিয়ন ভূমি অফিস, ৬০ লাখ টাকা ব্যয়ে ধুনট সদর ও এলাঙ্গী ইউনিয়নের দু’টি সড়ক নির্মাণ এবং ৫০ লাখ টাকা ব্যয়ে মসজিদ, মন্দির, ঈদগাহ ও কবরস্থান উন্নয়নে ১০টি প্রকল্প।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত