ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সুন্দরবনে হরিণের চামড়া ও মাংস উদ্ধার

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১৭:২৩

সুন্দরবনে হরিণের চামড়া ও মাংস উদ্ধার

সুন্দরবনে জবাইকৃত হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার সকালে কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের বিসিজি স্টেশান হারবারিয়ার এর একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুন্দরবনের মিরগামারী খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা এসব উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই স্থান থেকে জবাইকৃত হরিণের মাংস ১০ কেজি, হরিণের মাথা০১ টি এবং হরিণের চামড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হরিণের মাংস ও মাথা এবং চামড়া চাঁদপাই ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • পঠিত