ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে কৃষকদের বিনা মূল্যে ধানের বীজ বিতরণ

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১৪:১৭

নড়াইলে কৃষকদের বিনা মূল্যে ধানের বীজ বিতরণ

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে মাশরাফির প্রতিষ্ঠান নড়াইলে বিনা মূল্যে প্রান্তিক কৃষকদের মধ্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে এক হাজার কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়। আর্ন্তজাতিক ধান গবেষণা ইনিস্টিউটের সহযোগিতায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফির পিতা গোলাম মর্তুজা স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এসময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুাপার মোহাম্মদ জসিম উদ্দিন, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়, ইরি বাংলাদেশের প্রতিনিধি ডক্টর হোমনাথ ভান্ডারী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু প্রমুখ। এসময় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সদর উপজেলার ৪শ জন, লোহাগড়ায় উপজেলায় ৫শ ও কালিয়া উপজেলায় ১শ জন প্রন্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত