ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে সবধরনের পোস্টার অপসারণের নির্দেশ

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১৪:৩১  
আপডেট :
 ১২ নভেম্বর ২০১৮, ১৪:৩৭

চট্টগ্রামে সবধরনের পোস্টার অপসারণের নির্দেশ

১৪ নভেম্বর মধ্যরাতের মধ্যে চট্টগ্রামের সব নির্বাচনী আসনে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে প্রচারণায় ইতোমধ্যে ব্যবহৃত ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ, দেয়ালিকাসহ সব ধরনের প্রচার সরঞ্জাম অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। রোববার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক নির্বাচনী সমন্বয় সভায় এই নির্দেশ দেয়া হয়।

ওই সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক, সহকারী রিটার্নিং কর্মকর্তারা, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, কোস্টগার্ড এবং নৌবাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, ১৪ নভেম্বর মধ্যরাতের মধ্যে প্রচারণায় ব্যবহৃত সব সরঞ্জাম অপসারণ করতে নির্দেশ দেয়া হয়েছে। এরপর কী করতে হবে সে নির্দেশনাও দেয়া হয়েছে।

পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলা হয়েছে ভোট কেন্দ্রগুলোতে কোনো সমস্যা আছে কি না এবং যাতায়াতে কোনো অসুবিধা হয় কি না তা প্রতিবেদন আকারে জানাতে।

  • সর্বশেষ
  • পঠিত