ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

গোপালগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪ জন

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৬:৫৫  
আপডেট :
 ১৩ নভেম্বর ২০১৮, ১৭:৪৪

গোপালগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪ জন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন থেকে আওয়ামী লীগের ১৪ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পত্র কিনেছেন। এর মধ্যে একক প্রার্থী হিসাবে গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং গোপালগঞ্জ-১ আসনে ১২ জন মনোনয়নপত্র কিনেছেন।

জানা গেছে, গত ৯ নভেম্বর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ১২ নভেম্বর পর্যন্ত চলে মনোনয়ন পত্র বিক্রি।

গোপালগঞ্জ-১ আসনে সবচেয়ে বেশি মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন প্রত্যাশীরা। এ আসনে মনোনয়নপত্র কিনেছেন ১২ জন প্রার্থী। এর মধ্যে ১০জনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য লে: কর্নেল (অব:) ফারুক খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল বোস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল, বাংলাদেশ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক কে.এম মাসুদুর রহমান, কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফা রহমান রুমা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মিহির কান্তি ঘোষাল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতিয়ার রহমান দীপু, আওয়ামী লীগ নেতা মনজুরুল হক লাভলু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী হারুন-অর-রশিদ মিরন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান হওয়ায় গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ও ভোট ব্যাংক হিসাবে পরিচিত। এ জেলার প্রতিটি মানুষ নৌকায় আস্থা, বিশ্বাস ও ভরসা রাখেন। ফলে এ জেলার তিনটি আসন থেকে যারাই নৌকা প্রতীক পাবেন তারা বিপুল ভোটের ব্যাবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে সংসদ সদস্য নির্বাবচিত হবেন।

  • সর্বশেষ
  • পঠিত