ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

ভোটের তারিখ আর পেছানো হবে না: ইসি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৬:৫৩  
আপডেট :
 ১৫ নভেম্বর ২০১৮, ১৭:০৩

ভোটের তারিখ আর পেছানো হবে না: ইসি

৩০ ডিসেম্বরের পরে নির্বাচন আর পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সচিব বলেন, ‘নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ, এছাড়া বিশ্ব এজতেমা ১১ থেকে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করে থাকেন এবং লক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকে। সব দিক বিবেচনা করে এবং মাননীয় কমিশন চুলচেরা বিশ্লেষণ করে ৩০শে ডিসেম্বরের পরে নির্বাচনের তারিখ পেছানো নির্বাচন কমিশনের নিকট যথেষ্ট যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত না হওয়ায় নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই মর্মে সিদ্ধান্ত দিয়েছে।’

‘ঘোষিত তফসিল অনুযায়ী ৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে’ বলেও জানান তিনি।

বিদেশি পর্যবেক্ষক আনার ক্ষেত্রের কমিশনের উদ্যোগ কী-সাংবাদিকরা জানতে চাইলে হেলালুদ্দীন বলেন, ‘আমাদের সব সময় উদ্যোগ থাকে। বিদেশি যেকোন পর্যবেক্ষককে আমরা সব সময় স্বাগত জানাই।’

প্রতীক প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘আমরা ১২ তারিখ পুনঃতফসিল ঘোষণা করেছিলাম, সেই হিসাবে ১৩, ১৪, ১৫ আজকে শেষ দিন তারা জোটবদ্ধ প্রতীকে নির্বাচন করবেন নাকি স্ব স্ব প্রতীকে নির্বাচন করবেন। আমরা তাদেরকে জানিয়েছি আজকে শেষ তারিখ। তারা যদি সেভাবে আমাদেরকে জানান তাহলে আমরা সকল রিটার্নিং অফিসারকে জানিয়ে দেব যে কারা কারা জোটবদ্ধ প্রতীকে নির্বাচন করবেন, কারা স্ব স্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।’

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর। এরপর ২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। এরপর যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশের পর প্রার্থীরা ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

এর আগে, গত ৮ নভেম্বর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ওই তফসিলে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্ট একমাস ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট ভোটগ্রহণের তারিখ এক সপ্তাহ পিছিয়ে পুনঃতফসিল ঘোষণার দাবি জানায়। পরে নির্বাচন কমিশন বৈঠক করে ভোটগ্রহণের তারিখ এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ঠিক করে ১২ নভেম্বর পুনঃতফসিল ঘোষণা করে।

  • সর্বশেষ
  • পঠিত