ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

আজ ভয়াল ১৫ নভেম্বর

স্বজন হারাদের কান্না থামেনি আজও

  বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৭:৩৩

স্বজন হারাদের কান্না থামেনি আজও
ফাইল ছবি

আমতলীর ঘটখালী গ্রামে সিডরে নিখোঁজ ৯ জনের পরিবারে এখনো কান্না চলছে। কিছুতেই থামছে না তাদের কান্না। আলতাফ এবং দোলোয়ার নামে দুই ছেলে হারিয়ে এখনো চোখের পানিতে দিন কাটে ষাটোর্ধ মা মালেকা বেগমের।

সিডরের আগে ঘটখালী গ্রামের ১৪ দিনমজুর সংসারের অভাব ঘোচাতে সুন্দরবনের কচিখালী এলাকায় ধানসি কাটতে গিয়ে সিডরের রাতে ৯ জন নিখোঁজ হয়। এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটে এসব পরিবারের সদস্যদের।

সিডরে নিখোঁজ ঘটখালী গ্রামের দুই ভাই দেলোয়ার খাঁ ও আলতাফ খাঁর মা ষাটোর্ধ মালেকা বেগম এখনো দুই ছেলের জন্য চোখের পানিতে দিন কাটান। কিছুতেই তার কান্না থামছে না। তিনি বলেন, ‘মোর পোলা দুইডারে ফিরাইয়া আইননা দ্যান। মুই এহন ক্যা বাঁইচ্যা আছি। অগো মরার আগে আল্লায় মোরে নেয় নাই ক্যা। ও আল্লাহ মোরে এহন মাইর‌্যা হালাও’।

দেলোয়ার ও আলতাফের রয়েছে স্ত্রী এবং ৩ ছেলে ও ১ মেয়ে। দাদা আলী আজিম খাঁর সংসারে এখন তাদের ঠাঁই হয়েছে। অভাবী সংসার কিছুতেই চলছে না তাদের লেখাপড়াসহ সংসারের খরচ।

দেলোয়ারের স্ত্রী মরিয়ম বেগম জানান, সিডরের পর বিভিন্ন এনজিওর লোকজন খোঁজ নিলেও এখন আর কেউ আমাদের খোঁজ নেয় না।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত