ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন থেকে ছিটকে পড়লেন শাহজাহান ও রফিক

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৮, ১৩:০৮

রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন থেকে ছিটকে পড়লেন শাহজাহান ও রফিক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়েছে উঠেছে রূপগঞ্জ। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছে ৩১ জন। যার মধ্যে ৯ জন রয়েছে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি। এ কারণে আগামী জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ- ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কায়েত পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরুল হাসান তুহিন, মিজানুর রহমান মিজান, শীলা রানী পাল।

গত বুধবার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের সময় দেয়া বক্তব্যে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন না। ওই দিন বেলা সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় একঘণ্টা বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন সিদ্ধান্তে আওয়ামী লীগের মনোনয়ন বিরোধ অনেকটাই কমে আসবে। এদিকে রূপগঞ্জের বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজীকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তেমন কোনো কঠিন পথ পাড়ি দিতে হবে না । শাহাজাহান -রফিকসহ ৯ জন বাদ যাওয়ায় অনেকটা চালকের আসনে রয়েছে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত