ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বাঁশবাগানে পাওয়া গেল ৭ লাখ টাকা

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৮, ১৫:৩১

বাঁশবাগানে পাওয়া গেল ৭ লাখ টাকা

যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুরের একটি বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ লাখ টাকা উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত টাকাগুলো হুন্ডির টাকা।

ভারত থেকে আনা হয়েছে বলে ধারণা বিজিবির। শুক্রবার সকাল ৮টার সময় বেনাপোল সাদীপুর পোঁতাপোষ্ট এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক বাংলাদেশ জার্নালকে জানান. গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,ভারত থেকে চোরাই পথে আসা এক পাচারকারী হুন্ডির টাকা নিয়ে বেনাপোল সাদীপুর পোঁতাপোষ্টের পাশে একটি বাঁশবাগানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট আইসিপি ক্যাম্পের ল্যান্স নায়েক নুর আলম সিদ্দিকের নেতৃত্ব বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ৭ লাখ হুন্ডির টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত