ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

জবিতে খাবারের দাম কমানো ও মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ

  জবি প্রতিনিধি

প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১৪:১৩

জবিতে খাবারের দাম কমানো ও মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যান্টিনে খাবারের দাম কমানো ও মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্র ফ্রন্ট।

সোমবার বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কলা অনুষদ ও বিজ্ঞান অনুষদ হয়ে ভাষ্কর্য চত্ত্বরে এসে শেষ হয়।

জবি শাখা ছাত্র ফ্রন্ট সভাপতি কিশোর কুমার বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেসে থাকি। আমাদের হল নাই। আমরা বহুমূখী সমস্যার সম্মুখীন তার মধ্যে অন্যতম হলো খাবারের সমস্য। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে খাবার নিম্নমান ও উচ্চমূল্য। যেখানে অন্য বিশ্ববিদ্যালয় গুলোতে স্বল্পমূল্যে অনেক ভালো খাবার পাওয়া যায়। তেমনি আমাদের বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে খাবারের ব্যবস্থা করতে হবে। এসময় তিনি ২০ টাকায় ক্যান্টিনে দুপুরের খাবারে ডিম ভাতের ব্যবস্থা করার দাবি করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন জবি ছাত্র ফ্রন্ট এর সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ছাত্র ফ্রন্টের অন্য সদস্যরা। তাদের সকলের দাবি ২০ টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে। এ আর//আরএস/

  • সর্বশেষ
  • পঠিত