ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সাড়ে ৫ মাস পর ভিসি ভবনে আখতারুজ্জামান

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৭:৪১  
আপডেট :
 ২০ মার্চ ২০১৮, ১৭:৪৭

সাড়ে ৫ মাস পর ভিসি ভবনে আখতারুজ্জামান

দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর অবশেষে উপাচার্য ভবনে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সোমবার (১৯মার্চ) সন্ধ্যায় স্বপরিবারে ফুলার রোডে অবস্থিত উপাচার্য ভবনে উঠেন তিনি। বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার সুপ্রিয়া দাস। এর মাধ্যমে উপাচার্য ভবনে ওঠার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো।

সুপ্রিয়া দাস বাংলাদেশ জার্নালকে বলেন, ‘বাসায় থাকার বিষয়ে উপাচার্য স্যার আমাদেরকে জানালে আমরা সেভাবে বাসা প্রস্তুত করি। পরে সোমবার সন্ধ্যায় তিনি বাসায় উঠেন। এর আগে সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক চলে যাওয়ার পরপরই বাসা সংস্কারের কাজ চলায় তিনি বাসায় উঠতে পারেন নি’।

গত বছরের ৪ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হলে নতুন তথা ২৮তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রীতি অনুযায়ী, নতুন উপাচার্য আসলে তাকে বাসভবন বুঝিয়ে দেয়ার কথা থাকলেও সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক দীর্ঘ ৫মাস বাসা ছাড়েন নি। এ নিয়ে বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়।

এদিকে, অধ্যাপক আরেফিন সিদ্দিক বাসা না ছাড়ায় উপ-উপাচার্যের বাসায় থেকে কার্যক্রম পরিচালনা কষ্টসাধ্য হয়ে ওঠে নতুন উপাচার্যের জন্য। এর পরিপ্রেক্ষিতে তাকে দুই দফা চিঠি দিয়ে বাড়ি ছাড়তে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বিতর্কের মুখে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বাসা ছাড়েন অধ্যাপক আরেফিন সিদ্দিক। এর পরপরই বাসার সংস্কার কাজ চালু হওয়ায় সাথে সাথেই বাসায় উঠতে পারেন নি নতুন উপাচার্য। এই সংস্কার কাজ শেষ হলে সোমবার সন্ধ্যায় বাসায় উঠেন উপাচার্য অধ্যাপক মো. আখতারজ্জামান।

উল্লেখ্য, ১৯৯২ সালে উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক এমাজ উদ্দিন আহমদের পর থেকে অধ্যাপক আরেফিন সিদ্দিকের আগ পর্যন্ত ঢাবিতে যে কয়জন উপাচার্যের দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে মেয়াদ শেষে সর্বোচ্চ ২৭ দিন উপাচার্য ভবনে অবস্থান করেছিলেন অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। আর সর্বনিম্ন ১০ দিন ছিলেন অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী। ঢাবির ইতিহাসে পদে না থেকেও রেকর্ড সংখ্যক দিন ভিসি ভবনে ছিলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। জেএ/আরএস//

  • সর্বশেষ
  • পঠিত