ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আল্টিমেটাম

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ২১:০২

চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আল্টিমেটাম

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে ১৮টি শিক্ষক কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে শিক্ষক কর্মচারী চাকরি জাতীয়করণ বাস্তবায়ন কমিটি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ৬৪টি জেলার শিক্ষক প্রতিনিধিদের মতামতে গঠিত হয় ওই জোটের কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এই কমিটির আহ্বায়ক।

প্রতিনিধি সমাবেশ শেষে সংবাদ সম্মেলনে এই নতুন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সরকারকে আগামী ২০ জুলাই পর্যন্ত আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন। জাতীয়করণের এক দফা দাবির সাথে বৈশাখী ভাতা ও ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধিও দাবি করা হয়। এ দাবিতে ১৪ এপ্রিল রোববার সকল উপজেলায় বিক্ষোভ, ১৮ এপ্রিল বুধবার সকল জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়।

আগামী ২০ জুলাইর মধ্যে চাকুরি জাতীয়করণের ঘোষণা না হলে দলমত নির্বিশেষে ২২ জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এবং ২৯ জুলাই ঢাকায় মহাঅবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষকেরা।

/এসকে/

  • সর্বশেষ
  • পঠিত