ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৯৮৬৩

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৯৮৬৩

১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৮৬৩ জন। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ফল জানানো হয়।

ফলাফলে দেখা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৬২৪ জন, স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৮৭৭ জনসহ মোট ১৯ হাজার ৮৬৩ জন প্রার্থী উত্তীর্ণ হন।

আরো খবর: যেভাবে জানবেন শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ফল

লিখিত পরীক্ষার ফল জানা যাবে- http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদেরকে মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।

গত বছরের ৩১ অক্টোবর চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তখন পাসের হার ছিলো ২৬ দশমিক ০২ শতাংশ। এরপর ৮ ও ৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের আটটি বিভাগে একযোগে এ পরীক্ষা আয়োজিত হয়।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত