ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

আরও আট হাজার শিক্ষক নিয়োগ হবে প্রাথমিকে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ২২:০৩

আরও আট হাজার শিক্ষক নিয়োগ হবে প্রাথমিকে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও আট হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে, জুন মাসে নতুন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

অধিদফতর সূত্রে জানা যায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় রাজস্ব খাতে জেলা-উপজেলা পর্যায়ে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হবে। এসব শূন্য পদে শিক্ষক ও প্রাক-প্রাথমিক স্তর মিলিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে দেড় লাখ শিক্ষক নিয়োগ দেয়া হবে।

মো. রমজান আলী গণমাধ্যমকে জানান, বর্তমানে ২০১৪ সালের স্থগিত হওয়া ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে। এতে মে মাসের মধ্যে লিখিত ও জুলাইয়ের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ হবে। এ নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় আরও আট হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

আরো খবর: শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৯৮৬৩ পরীক্ষার্থী যেভাবে জানবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত