ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

এনটিআরসিএ ওয়েবসাইট থেকে নিবন্ধন পরীক্ষার ফল উধাও!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৮, ১৪:৪৭  
আপডেট :
 ২৪ এপ্রিল ২০১৮, ১৫:০৪

এনটিআরসিএ ওয়েবসাইট থেকে নিবন্ধন পরীক্ষার ফল উধাও!

১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সোমবার (২৩ এপ্রিল)। এতে উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৮৬৩ জন। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ফল জানানো হয়। কিন্তু, ফল প্রকাশের পরপরই অসন্তোষ প্রকাশ করেছেন অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা। ফলাফলের পদ্ধতি, প্রিলিতে না টিকেও রিটেন পরীক্ষায় পাস করা সহ উঠে এসেছে একাধিক অভিযোগ।

এই সমালোচনার মুখেই এনটিআরসিএ'র ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd/result থেকে ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সোমবার প্রকাশিত ফলাফল দেখা যাচ্ছে না। পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের ধারণা, ফলাফলে গরমিল এবং সমালোচনার মুখে সংশোধনের জন্য তা সরিয়ে নেয়া হয়েছে। সর্বশেষ মঙ্গলবার বেলা ২টা ৫০ মিনিটেও ওয়েবসাইটে ঢুকে ফলাফল দেখা যায়নি।

এদিকে এই ঘটনায় জনপ্রিয় ফেসবুক গ্রুপ এনটিআরসিএ তথ্য অনুসন্ধান সহ সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৬২৪ জন, স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৮৭৭ জনসহ মোট ১৯ হাজার ৮৬৩ জন প্রার্থী উত্তীর্ণ হন।

আরও পড়ুন-

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলে ব্যাপক অসন্তোষ!

এসএস

  • সর্বশেষ
  • পঠিত