ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

জবির ভর্তি পরীক্ষায় পরিবর্তন

জবির ভর্তি পরীক্ষায় পরিবর্তন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে এমসিকিউ। একই সঙ্গে আগামীতে কোনো মিডটার্ম পরীক্ষাও আর এমসিকিউ পদ্ধতিতে হবে না।

গত ২২ এপ্রিল একাডেমিক কমিটির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সিন্ডিকেটে অনুমোদনের পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একাডেমিক কমিটিতে অনুমোদিত আরও তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তা হলো- মিডটার্ম পরীক্ষায় আর এমসিকিউ থাকবে না। প্রতিটি কোর্সের জন্য সংশ্লিষ্ট শিক্ষক একটি করে টেক্সট বই নির্ধারণ করে দেবেন যেটা বাজারে পাওয়া যাবে ও অবশ্যই শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

এছাড়া স্নাতক পর্যায়ে ক্লাসে মাল্টিমিডিয়া ব্যবহার করে কোনো শিক্ষক ক্লাস নিতে পারবেন না। তবে কোর্সের প্রয়োজনে বিশেষ নিয়মে মাল্টিমিডিয়া ব্যবহার করতে পারবেন।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত