ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৪টি কেন্দ্রে ২২ হাজার ২০৪ জন প্রার্থী অংশ নেন। আজকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান দেয়া হলো। এসব প্রশ্ন অন্য যেকোনো পরীক্ষায় আসতে পারে। তাই এর সমাধান জেনে রাখা ভালো।

১. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল-মতিউর রহমান

২. গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত- আব্রাহাম লিংকন

৩. অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ কাল-২০১২

৪. X^-3 -.001= 0 হলে x^2=? 100

৫. কৈশর এর প্রকৃতি ও প্রত্যয়- কিশোর + ষ্ণ

৬. Out and out means- Thoroughly

৭. ৬৫৫৮ এর সাথে কোনটি যোগ করলে এটি পুর্ণবর্গ সংখ্যা হবে- ৩

৮. The word gravity is- Noun

৯. ১ থেকে ৯৯ সংখ্যার গড় কত- ৫০

১০. Correct spelling- achievement

১১. কোনটি বৃহত্তম- ৪/৩

১২. কপোল এর প্রতিশব্দ-গাল

১৩. শতকরা কত হার সুদে ২৫ বছরে কোন মূলধন সুদেমুলে ৪ গুন হবে- ১২%

১৪. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন- মুহম্মদ বিন তুঘলক

১৫. একটি বৃত্তের যেকোনো দুটি সংযোগ রেখাকে কি বলে- জ্যা

১৬. লাজওয়াব শব্দে লা কোন উপসর্গ- আরবি

১৭. রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘণ্টায় ৪৫ কিঃ মিঃ বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?- ১২ সেকেন্ড

১৮. The chain was—–than we thought. – Stronger

১৯. শুদ্ধ বানান- বুদ্ধিজীবী

২০. স্বাধীনতা যুদ্ধকালে অস্থায়ী সরকার গঠিত হয়- ১৭ এপ্রিল

২১. আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি- মুক্তিযুদ্ধ

২২.নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস- কার্বন ডাই অক্সাইড

২৩. Passive form of – He is going to open a shop- A shop is going to be opened by him

২৪.যার দুই হাত সমান চলে- সব্যসাচী

২৫. ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ – ৮ ফালগুন

২৬.কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন

২৭.সবার উপরে মানুষ সত্য , তাহার উপর নাই উক্তিটি – চন্ডীদাস

২৮. ক্ষুৎপিপাসা সন্ধি বিচ্ছেদ- ক্ষুধ+পিপাসা

২৯. বাংলাদেশের বীরত্বসূচক উপাধির মধ্যে ২য় কোনটি- বীর উত্তম

৩০. ৩০.কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন

৩১. সবার উপরে মানুষ সত্য , তাহার উপর নাই উক্তিটি – চন্ডীদাস

৩২. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? -১৮১

৩৩. The Train—-From Rangpur. –Has already arrived

৩৪. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?- ৪০°

৪০.সন্ধি বিচ্ছেদ করুন কথাচ্ছলে – কথা+ছলে

৪১.বরেন্দ্রভূমি নামে পরিচিত- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ

৪২. ১৫ জনের কোন কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে , কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে- ৩০ দিনে

৪৩.বিরাম চিহ্ন এর মধ্যে পূর্ণচ্ছেদ- দাঁড়ি

৪৪. Man of straw meaning-Worthless Man

৪৫. একটি সমবাহু ত্রিভুজে একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত- কোনটিও নয়- (সঠিক ৬৪√৩)

৪৬.বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ- জীবনানন্দ দাশ

৪৭.If we want concrete proof, we are looking for- Clear evidence

৪৮.যদি X+3Y= 40 এবং Y=3X তবে y=? -১২

৪৯.সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তিকটি হবে- আয়তক্ষেত্র

৫০. one should be careful about —duty. -Ones

৫১. Nine Men were concerned —the plot. – For

৫২. Indirect narration- Farida told her mother that she would go to bed then.

৫৩. A pilgrim is a person who undertakes a journey to ——. Holy Place

৫৪.মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র- স্ফিগমোম্যাননোমিটার

৫৫. A voyage to lilliput written by – Jonathan swift

৫৬.নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়- ধ্বংসের জন্য

৫৭.ঈস্ট কি- একটি ছত্রাক

৫৮.নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি- ঔ

৫৯. Which of the noun used as feminine form- Moon

৬০.নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেই এড্রেস- [email protected]

৬১.ভিটামিন সি এর রাসায়নিক নাম কি –আসকরবিক এসিড

৬২.কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি করা হতো- মুঘল আমলে

৬৩.৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে টুকড়া করা হয়েছে। ছোট টুকরাতী কত মিটার- ৯মিটার

৬৪. ৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয় । ব্যাগটি কত টাকায় বিক্র্য করলে ১০% লাভ হবে- ৭৯২

৬৫. ৩/৪ ৪/৫ ৫/৬ এর গসাগু কত- ১/৬০

৬৬.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-উ থান্ট

৬৭. জনসংখ্যায় ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট- মালদ্বীপ

৬৮. ৭ এর গুণিতকের সেট কোন ধরণের সেট- অসীম সেট

৬৯. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপরে ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী- শিল্পাচার্য জয়নুল আবেদীন

৭০. যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ – দেদীপ্যমান

৭১. কম্পিউটারের স্থায়ী স্মৃতি- Rom

৭২. সন্ন্যাসী এর বিপরীত শব্দ – গৃহী

৭৩. রাবনের চিতা বাগধারার অর্থ- চির অশান্তি

৭৪. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়-বেতার

৭৫. Nasima arrived, while I——the dinner. – Was cooking

৭৬. ডাক্তার ডাক বাক্যটিতে “ডাক্তার” কোন কারকে কোন বিভক্তি- কর্মকারকে শূন্য বিভক্তি

৭৭. ১ মিলিমিটার ১ কিলোমিটার কত অংশ- ১/১০০০০০০

৭৮. Synonym of Tenuous- Thin

৭৯. The invigilator made us——our identity card at test center. – Showing

৮০. Correct sentence- The Padma is the longest river in Bangladesh.

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত