ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন অনশনরত শিক্ষকদের ৫ নেতা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০১৮, ১২:৩৭  
আপডেট :
 ১১ জুলাই ২০১৮, ১৪:৪৭

শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন অনশনরত শিক্ষকদের ৫ নেতা
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করতে গেছেন এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের পাঁচ নেতা। ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পাঁচ শিক্ষক নেতা বুধবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রীর কার্যালয়ে যান।

প্রসঙ্গত, গত ১০ জুন থেকে রোদবৃষ্টি উপেক্ষা করে এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসায় ২৫ জুন থেকে তারা আমরণ অনশন করে আসছেন। এমনকি ঈদের নামাজও তারা রাজপথে আদায় করেন। মঙ্গলবার অনশনের ১৬ দিন অতিবাহিত করছেন শিক্ষকরা।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত