ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

মেধাতালিকায় গরমিল: কার্যালয়ে যোগাযোগের নির্দেশ এনটিআরসিএ’র

মেধাতালিকায় গরমিল: কার্যালয়ে যোগাযোগের নির্দেশ এনটিআরসিএ’র

হাইকোর্টের নির্দেশে গত ১০ জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশ করেছে ১ম থেকে ১৩তম শিক্ষক নিবন্ধনের মেধা তালিকা। এটি প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে তালিকাটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে।

প্রকাশিত ফলাফলে রোল নম্বর দিয়ে সার্চ করলে প্রার্থীর নাম আসছে না, কারও কারও সাবজেক্ট ভিন্ন দেখাচ্ছে, পুরুষের নামের স্থানে দেখাচ্ছে মেয়েদের নাম, এমনকি জাল সনদ নেওয়া প্রার্থীদের নামও এই তালিকায় রয়েছে বলে অভিযোগ পাওয়া যায় নিবন্ধনধারীদের নিকট থেকে।

মেধা তালিকায় জাল সনদধারী থাকার অভিযোগও করেন অনেক প্রার্থী।

এরই প্রেক্ষিতে এনটিআরসিএ প্রকাশিত খবরের একটি ব্যাখ্যা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। প্রকাশিত ব্যাখ্যায় জাল সনদধারীদের নাম মেধা তালিকায় স্থান পাওয়ার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছে এনটিআরসিএ। এনটিআরসিএর মতে প্রার্থীদের সনদ যাচাই প্রতিবেদনে সনদ সঠিক নয় মর্মে যে মন্তব্য করা হয়েছে তা সঠিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় মেধা তালিকায় প্রকাশিত প্রার্থীদের রোল ও নাম অন্য ব্যক্তির সাথে মিল থাকলেও পিতা মাতার নাম ভিন্ন বলে দাবি করেছে এনটিআরসিএ।

এ সংক্রান্ত দ্বিধা কাটাতে সংশ্লিষ্টদের এনটিআরসিএ কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরো পড়ুন: তিন শিক্ষিকাকে যৌন হয়রানি: শিক্ষক বরখাস্ত

সরকারি চাকরিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসছে

  • সর্বশেষ
  • পঠিত