ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের তালিকা চেয়েছে এনটিআরসিএ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০১৮, ১২:১৩

শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের তালিকা চেয়েছে এনটিআরসিএ

দ্বিতীয়বারের মত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের বিপরীতে শিক্ষক নিয়োগের সুপারিশ কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে এনটিআরসিএ।

রোববার (২৬ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্য এ তালিকা এনটিআরসিএতে পাঠাতে বলা হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অপর এক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শূন্যপদে চাহিদার তালিকা পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা এ নির্দেশনা সঠিকভাবে পালন করছেন কিনা তা পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।

কোনো প্রতিষ্ঠান ভুল তথ্য পাঠালে তা সংশোধনের ব্যবস্থা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুসারে তথ্য প্রেরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাঠানো তথ্য সঠিক হয়েছে মর্মে মন্তব্য দিতেও বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত