ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে

৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে

প্রকাশিত হয়েছে ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল। এবার ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশে প্রস্তুত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। জানা গেছে আগামী সপ্তাহের যে কোনো সময় প্রকাশ হবে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ৪০তম বিসিএসের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

জানা গেছে, এটি হবে সাধারণ বিসিএস। পদের সংখ্যা ২ হাজারেরও বেশি। পিএসসি সূত্র জানিয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রায় ২ হাজার ক্যাডার নিয়োগের শূন্য পদ দিয়েছেন। পিএসসি সেটির ওপর নির্ভর করে ৪০তম বিসিএস পরীক্ষার আয়োজন করবে।

এ বিষয়ে পিএসসির এক কর্মকর্তা জানান, ৪০তম বিসিএসের শূন্য পদের তালিকা পিএসসিতে এসেছে। এই সংখ্যা প্রায় দুই হাজার। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশ জার্নাল/এমআর/এসএস

  • সর্বশেষ
  • পঠিত