ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: বাংলা সমাধান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৪  
আপডেট :
 ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০০

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: বাংলা সমাধান

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন শেষে এখন চলছে পরীক্ষার প্রস্তুতি। লিখিত পরীক্ষায় বাংলা থেকে করা হবে ২০ নম্বরের প্রশ্ন। যার কারণে বাংলাতে ভালো প্রস্তুতি দরকার। বাংলাদেশ জার্নাল পাঠকদের জন্য ২০১৮ সালের বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান তুলে ধরা হলো।

১. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ–

উত্তর: তস্কর।

২. যে বাগধারাটি অন্যগুলো থেকে স্বতন্ত্র– উত্তর: মানিকজোড়।

৩. পরকে পালন করে যে– উত্তর: পরভৃৎ।

৪. প্রত্যয়বাচক শব্দের দৃষ্টান্ত– উত্তর: শোওয়া।

৫. লাইলী-মজনু প্রণয়োপাখ্যান সম্পাদনা করেন– উত্তর: আহমদ শরীফ।

৬. বিভুঁই শব্দে ‘বি’ উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে– উত্তর: ভিন্নতা।

৭. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচিয়তা– উত্তর: রশীদ করিম।

৮. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়– উত্তর: অহিংসা (মানিক বন্দোপাধ্যায়)।

৯. ‘বিদেশী ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর, আগে নয়।’ লেখাটি কার– উত্তর: আবুল মনসুর আহমদের।

১০. ঠিক বানানটি হলো– উত্তর: পূর্বাহ্ণ।

১১. সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে– উত্তর: ওস্কার।

১২. OMBUDSMAN এর বাংলা পরিভাষা হলো– উত্তর: ন্যায়পাল।

১৩. ‘to kick the bucket’ এর সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দবন্ধ– উত্তর: পটল তোলা।

১৪. ‘আসাদের শার্ট’ কবিতাটির রচয়িতা– উত্তর: শামসুর রাহমান।

১৫. ‘লিপিকা’ যে ধরনের গ্রন্থ– উত্তর: গদ্য।

১৬. রাত্রিকালীন যুদ্ধের সংক্ষিপ্ত রূপ– উত্তর: সৌপ্তিক।

১৭. প্রমথ চৌধুরীর মতে, ‘সাহিত্যের উদ্দেশ্য হলো’– উত্তর: আনন্দ দান।

১৮. নিচের কোন বানানটি শুদ্ধ– উত্তর: নির্মীলিত।

১৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি– উত্তর: প্রভাবতী সম্ভাষণ।

২০. আলাওলের রচনা নয় কোনটি– উত্তর: ইউসুফ-জোলেখা।

২১. ‘বঙ্গভাষা’ সনেটে মাইকেল মধুসূদন দত্ত কোন রীতি অবলম্বন করেছেন– উত্তর: শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয়।

২২. ‘মুখর’ এর বিপরীত শব্দ–

উত্তর: মৌন।

২৩. কোনটি শুদ্ধ বানান– উত্তর: সমীচীন।

২৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে– উত্তর: সম্মানসূচক ডি.লিট।

২৫. ‘কবর’ কবিতাটি প্রথম যখন স্কুলপাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়, তখন জসীম উদদীন ছিলেন– উত্তর: বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

২৬. বাংলা ভাষার যতি চিহ্নর প্রচলন করেন– উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

২৭. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ– উত্তর: প্রত্যয়।

২৮. কবি সুফিয়া কামলের পৈতৃক নিবাস কোন জেলায়–

উত্তর: কুমিল্লায়।

২৯. ‘যে নারীর সন্তান হয় না’ তাকে এককথায় কী বলে– উত্তর: বন্ধ্যা।

৩০. ‘ফেলো কড়ি, মাখো তেল’ বলতে বোঝায়–

উত্তর: আব্দারহীন নগদ কারবার।

৩১. ‘সমভিব্যাহার’ শব্দের অর্থ কী– উত্তর: একত্রে গমন।

৩২. ‘কাকভূষণ্ডি’ বাগধারার অর্থ কী– উত্তর: দীর্ঘায়ু ব্যক্তি।

৩৩. কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়– উত্তর: তুরগ।

৩৪. বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ সম্পর্কিত ধারণাকে খণ্ডন করেছেন– উত্তর: আহমদ শরীফ।

৩৫. কোনটি পর্তুগিজ শব্দ নয়–

উত্তর: আলবেলা।

৩৬. টঙ্কার বলতে বোঝায়– উত্তর: ধনুকের ধ্বনি।

৩৭. যাকে ভাষায় প্রকাশ করা যায় না– উত্তর: অনির্বচনীয়।

৩৮. কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান কত বছর বয়সে– উত্তর: তেতাল্লিশ।

৩৯. কোন বানানটি শুদ্ধ– উত্তর: স্বায়ত্তশাসন।

৪০. ‘নকশী কাঁথার মাঠ’ কার লেখা– উত্তর: জসীম উদদীন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত