ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

শিক্ষা বৈষম্যের প্রতিবাদে ইবি ছাত্রমৈত্রীর লিফলেট বিতরণ

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৯

শিক্ষা বৈষম্যের প্রতিবাদে ইবি ছাত্রমৈত্রীর লিফলেট বিতরণ

জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে বর্তমান শিক্ষা বৈষম্যের প্রতিবাদ জানিয়ে ৬ দফা দাবিতে লিফলেট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রমৈত্রী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাখা ছাত্রমৈত্রীর সভাপতি মোরশেদ হাবিবের নেতৃত্বে সোমবার সকালে দলীয় টেন্ট থেকে এ লিফলেট বিতরণ শুরু হয়।

এসময় অন্যদের মধ্যে ছিলেন- শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক শামীমুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম মোরশেদ, সমাজকল্যাণ সম্পাদক নূর মোহাম্মাদ সাগর, সাংস্কৃতিক সম্পাদক আশিকুল্লাহ পাটোয়ারী, কার্যকরী সদস্য আশিকুর রহমান ও আব্দুল আহাদ।

ছাত্রমৈত্রীর উল্লেখিত দাবিসমূহ হলো-(১) চলতি বছরেই সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বাতিল করে দ্বিতীয় শিফট চালু করতে হবে। (২) প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজের হল-হোস্টেলে সকল শিক্ষার্থীর জন্য সিট নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নতুন নতুন হল হোস্টেল নির্মাণ করতে হবে। (৩) শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্তরে দুর্নীতি বন্ধ করতে হবে। কোচিং-গাইড বাণিজ্য বন্ধে শিক্ষা আইন কার্যকর করতে হবে এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশ্নফাঁসকারীদের বিচার করতে হবে। সকল প্রকার বর্ধিত ফি-ডোনেশন প্রথা বাতিল করতে হবে। (৪) অবিলম্বে ডাকসুসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। (৫) শিক্ষাখাতে জাতীয় আয়ের ৮ ভাগ বরাদ্দ নিশ্চিত করতে হবে। পর্যায়ক্রমে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। (৬) গণপরিবহনে চলমান নৈরাজ্য প্রতিহত করে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি বন্ধ করাসহ গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। সকল পরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে আইন করে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস। ১৯৬২ সালে তৎকালীন জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ফসল হিসেবে এই দিনটিকে ‘শিক্ষা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত