ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

বুধবার শিক্ষকদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৭  
আপডেট :
 ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৫

বুধবার শিক্ষকদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বুধবার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিন সকাল সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে এমপিওভুক্তি ও জনবল কাঠামোর নতুন নীতিমালা, পাঁচ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখীভাতাসহ শিক্ষা ব্যবস্থার কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে।

স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতা ও অবসর সুবিধা বোর্ডের সদস্য-সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, শুধু বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। এতে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ও মাদরাসা ও কারিগরি বিভাগের সচিব মো. আলমগীর।

বাংলাদেশ জার্নাল/কে

  • সর্বশেষ
  • পঠিত