ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

এমপিও কমিটির সভা সোমবার, আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

এমপিও কমিটির সভা সোমবার, আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা আগামী ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। ১৫ অক্টোবর (সোমবার) বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব, বেসরকারি কলেজ শাখার উপসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক, কলেজ ও প্রশাসন শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক ও কলেজ শাখার উপপরিচালকসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষককর্তৃক কম্পিউটার ও কৃষি বিজ্ঞান বিষয়ে শিক্ষক পদে অনুমোদনবিহীন নিয়োগ দিয়ে অবৈধভাবে সরকারি টাকা উত্তোলন এবং রাজশাহীর চারঘাট নিমপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমদাদুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে এ সভায় সিদ্ধান্ত নেয়া হতে পারে।

এছাড়া বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিত, কর্তন, বাতিল ও ছাড়ের ব্যাপারেও আলোচনা করা হবে। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি, পুন:এমপিওভুক্তি, বকেয়া ভাতা প্রেরণসহ বকেয়া বেতন ভাতাদি প্রদানসহ মন্ত্রণালয়ে ও অধিদপ্তরে আসা বিভিন্ন আবেদনের নিষ্পত্তি করা হবে।

  • সর্বশেষ
  • পঠিত