ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

জ‌বির ভ‌র্তি পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগের অবাধ প্র‌বেশ!

  জবি প্র‌তি‌নি‌ধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১৪:৫২

জ‌বির ভ‌র্তি পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগের অবাধ প্র‌বেশ!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী বিবিএ প্রথম বর্ষের ‘ইউনিট-৩’ বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার কেন্দ্রে ছাত্রলী‌গের অবাধ প্র‌বেশ লক্ষ্য করা গে‌ছে।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, শ‌নিবার সকাল ১০টা থে‌কে ইউ‌নিট-৩ এর ভ‌র্তি পরীক্ষা শুরু হয়। কেন্দ্রে ভর্তি পরীক্ষার্থী ছাড়া কেউ প্র‌বেশ কর‌তে না পার‌লেও ছাত্রলীগ কর্মীরা ‘হেল্প ডে‌ক্সের’ না‌মে ভেতরে অবা‌ধে প্র‌বেশ ক‌রে। কেউ কেউ ক্রি‌কেট বল হা‌তে নি‌য়েও প্র‌বেশ ক‌রে।

বিশ্ববিদ্যালয়ের মুল ফট‌কের বাইরে দাঁ‌ড়ি‌য়ে থেকে দেখা গেছে, নতুন ভব‌নের আন্ডার গ্রাউন্ডে বেশকিছু ছাত্রলীগ কর্মী আনা‌গোনা করছে অবাধে।

এ ব্যাপারে পরীক্ষা কেন্দ্রের ভেতরে থাকা অ্যাকাউন্ট‌িং অ্যান্ড ইনফর‌মেশন বিভ‌া‌গের শিক্ষার্থী শা‌কিলের কা‌ছে ভিত‌রে অবস্থা‌নের কারণ জান‌তে চাইলে তি‌নি বাংলাদেশ জার্নালকে ব‌লেন, ‘আমি পরীক্ষার্থী না, স্বেচ্চাসেবক হি‌সেবে আছি।’

আপনি বিএন‌সি‌সি বা রোভার স্কাউট কোনটির সঙ্গে জড়িত- এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি এগুলোর কোনটির সঙ্গেই জড়িত না। আমি ছাত্রলীগ কর্মী।’

এছাড়া শুধ‌ু শ‌াকিল নয় ভেতরে দেখা গে‌ছে না‌সিরসহ এমন অনেক ছাত্রলীগ কর্মীকে। যারা পরীক্ষা চলাকালীন সম‌য়ে ভেতরে অবস্থান করেছিল। এ সময় পু‌লিশ কিংবা প্রশাস‌নের কাউকে তা‌দের বাধা দি‌তে দেখা যায়নি।

অপর‌দি‌কে অন্যান্য দি‌নের ম‌তো উপাচা‌র্যের সংবাদ সম্মেলনের জন্য সাংবা‌দিকরা ভেতরে প্র‌বেশ কর‌তে চাইলে তা‌দের সরাস‌রি বাঁধা দেন প্রক্টোরিয়াল ব‌ডি। প‌রে মুল ফট‌কের বাইরে সাংবাদিকদের হা‌তে প্রেস‌ রি‌লিস ধ‌রি‌য়ে দেয়া হয়।

এদিকে পরীক্ষ শুরুর ১০টা ৫ মি‌নিট প‌রে ক্যাম্পাসের মূল ফটক থেকে ফেরত দেয়া হয় দুজন শিক্ষার্থী‌কে। অথচ যেখা‌নে গত দুই পরীক্ষায় পরীক্ষা শুরুর ৩০মি‌নিট প‌রেও ঢুক‌তে দেয়া হ‌য়ে‌ছিল।

দেরি ক‌রে আসার কারণ হি‌সে‌বে ওই দুই পরীক্ষার্থী বাংলাদেশ জার্নালকে ব‌লেন, আমরা অনেক দুর থেকে এসেছি। সকাল ৬টায় রওনা হ‌য়েও সময়মত আসতে পা‌রি‌নি। ত‌বে প্রশাসন থে‌কে বলা হয়,‌ বিল‌ম্বে ঢুক‌তে দেয়া নিয়‌মের বাইরে।

ছাত্রলী‌গকে প্র‌বেশ কর‌তে দি‌লেও সাংবা‌দিকরা বাইরে থাকার বিষয়‌টি জান‌তে চাইলে বিশ্ব‌বিদ্যালয় প্রক্টর ড. নুরে মোহাম্মদ ব‌লেন, ‘ছাত্রলী‌গের কাউকে প্রবেশের অনুম‌তি দেয়া হয়নি। ত‌বে তারা কেন্দ্রের ভিত‌রে পা‌নি বিতরণ কর‌ছিল। এছাড়া দু’একজন হয়‌তো দরকারে প্র‌বেশ কর‌তে পা‌রে।’

সাংবা‌দিক প্র‌বেশেও কো‌নো নি‌ষেধাজ্ঞা ছিল না বলে জানান তিনি।

প্রসঙ্গত, লিখিত ভর্তি পরীক্ষার জন্য ৬৪৯টি (৫+১৮৪+৪৬০) আসনের বিপরীতে ম্যানুয়াল রোলধারী ১৫জন শিক্ষার্থীসহ সর্বমোট ১১,১৩৮ জন (১১১২৩+১৫) শিক্ষার্থী মনোনীত হয়েছে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd ) পাওয়া যাবে।

বাংলাদেশ জার্নাল/এ আর আর/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত