ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস তদন্ত কমিটি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১৬:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে সহ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদকে প্রধান করে গঠিত কমিটিতে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন, জীব বিজ্ঞান অনুসদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হক ও বিশ্ব বিদ্যালয়ের সহকারী প্রক্টর মাকসুদুর রহমান।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রশ্ন ফাঁস রোধে আগামী বছর ভর্তি পরীক্ষায় সংস্কার আনা হবে বলে জানান তিনি।

ভর্তি পরীক্ষায় কেমন সংস্কার আসছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে একাডেমিক সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট ভর্তি পরীক্ষায় ১৫ পৃষ্ঠার হাতে লেখা উত্তরপত্রসহ প্রশ্ন শিক্ষার্থীদের হাতে আসে। পরীক্ষার শুরুর ৪৭ মিনিট আগে প্রশ্ন পাওয়া যায়। ফাঁস হওয়া প্রশ্নের সাথে অনুষ্ঠিত পরীক্ষার ৭২টি প্রশ্রের হুবহু মিল পাওয়া যায়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত