ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

সহকারী শিক্ষকদের সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ১৬:৩৫

সহকারী শিক্ষকদের সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি

বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও সরাসরি দিক নির্দেশনা দাবি করেছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান শিক্ষকরা।

বকেয়া টাইম স্কেল/ সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী বেলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘অর্থ মন্ত্রণালয় যথা সময়ে টাইম স্কেলের ফাইল ছেড়ে দিলেও শিক্ষা মন্ত্রণালয় অদৃশ্য কারণে এটি ঝুলিয়ে রেখেছে। প্রধানমন্ত্রী নিদের্শনা দিলে টাইম স্কেল সাত দিনে বাস্তবায়ন সম্ভব।’

তিনি আরো বলেন, ‘বিগত ৫ থেকে ৬ বছর ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৮৩৯ জন সহকারী শিক্ষক সিলেকশন গ্রেড বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ২০০১ ও ২০০২ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ২০১৩ ও ২০১৪ সালে ১২ বছর পূর্তিতে ২য় সিলেকশন গ্রেডে ৭ম গ্রেড প্রাপ্তির যোগ্যতা অর্জন করেন। ২০০৫ ও ২০০৬ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ২০১৩-২০১৪ সালে আট বছর পূর্তিতে ১ম সিলেকশন গ্রেডে ৮ম গ্রেড প্রাপ্তির যোগ্যতা অর্জন করেন।’

মোহাম্মদ আলী বেলাল বলেন, ‘২০০৯, ২০১০ ও ২০১১ সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে চারবছর পূর্তিতে ১ম সিলেকশন গ্রেড ৯ম গ্রেড প্রাপ্তির যোগ্যতা অর্জন করেন। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২ হাজার ৬৩৯ শিক্ষক সিলেকশন গ্রেড প্রাপ্তির সব শর্ত পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র জমা করেছি। শিক্ষা মন্ত্রণালয় সিলেকশন গ্রেড দেবে বলে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে মিটিং করেন। কিন্তু ন্যায্য পাওনা সিলেকশন গ্রেড প্রদানের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ে ঝুলে আছে।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনুগ্রহ করে আমাদের বকেয়া সিলেকশন গ্রেড যত দ্রুত সম্ভব প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের পরিবার-পরিজনকে অর্থকষ্টে মানবেতর জীবন থেকে রক্ষা করুন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বকেয়া টাইম স্কেল/ সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহাবুবুল আলম, সদস্য এস এম মানজু, মোহাম্মদ কামরুজ্জামান, মো. আলমাস হোসেন চৌধুরী, মোকলেছুর রহমান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত