ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

প্রাথমিকে ব্যবহৃত হবে গণিত অলিম্পিয়াডের কৌশল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ১৮:০১

প্রাথমিকে ব্যবহৃত হবে গণিত অলিম্পিয়াডের কৌশল

শিশুদের গণিত ভীতি কমাতে প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে গণিত অলিম্পিয়াডের কৌশল প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। রোববার রাজধানীর প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে এ বিষয়ক একটি প্রকল্পের উদ্বোধন কালে এ কথা বলেন মন্ত্রী। অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান জানান, এ প্রকল্পের অধীনে প্রথম দফায় সারা দেশের ৮০টি স্কুলে গণিত অলিম্পিয়াডের কৌশল ব্যবহার করা হবে। এ প্রকল্প শিক্ষার ক্ষেত্রে এসডিজি বাস্তবায়নে সহায়তা করবে। সেই সাথে, শিশুদের সম্ভাবনাকে আরো জাগিয়ে তুলবে বলে আশা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর।

প্রাথমিক শিক্ষা থেকেই শিশুদের গণিত ভীতি দুর করারর এ উদ্বোগকে স্বাগত জানান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সভাপতি জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

আর শিশুদেরকে তাদের মতো করে শেখার সুযোগ করে দেয়ার আহ্বান জানান, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল।

  • সর্বশেষ
  • পঠিত