ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

৪৫ স্কুলের পদ সৃষ্টির প্রস্তাব চেয়েছে মন্ত্রণালয়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ০৭:০৪

৪৫ স্কুলের পদ সৃষ্টির প্রস্তাব চেয়েছে মন্ত্রণালয়

নতুন করে সরকারিকৃত স্কুলগুলোর মধ্যে ৪৫ প্রতিষ্ঠানের পদ সৃষ্টির প্রস্তাব চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এসব প্রতিষ্ঠানের তালিকাসহ একটি চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের চিঠি পেয়ে অধিদপ্তর থেকে মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় গত ১৩ ও ১৬ সেপ্টেম্বর পৃথক দুটি প্রজ্ঞাপনে ৪৫টি স্কুল সরকারি করে। প্রতিষ্ঠানগুলোর বেসরকারি আমলের শিক্ষক কর্মচারীদের আত্মীকরণের লক্ষ্যে পদ সৃষ্টির প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছক পূরণ করে অর্গানোগ্রামসহ পদ সৃষ্টির প্রস্তাব, শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের বিবরণ, কর্মরত শিক্ষক কর্মচারীদের তালিকা এবং শিক্ষক কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়েছে।

এর আগে ১১ অক্টোবর ১৯টি, ৯ অক্টোবর ১৩টি, ২৮ সেপ্টেম্বর ২৫টি, ২৪ সেপ্টেম্বর ৪৩টি, ১৩ সেপ্টেম্বর ৪৪টি এবং ১৬ সেপ্টেম্বর ১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ ১৪৫টি প্রতিষ্ঠান সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত