ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৮, ১৮:০৬

১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারক লিপি দিয়েছেন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসক এস এম কাদের এ স্মারক লিপি গ্রহণ করেন।

তাদের দাবিগুলোর মধ্যে- সকল শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা, যুদ্ধ অপরাধী ও স্বাধীনতা বিরোধী সন্তানদের উত্তরসূরিদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করা, যুদ্ধ অপরাধী ও স্বাধীনতা বিরোধীদের চাকরি থেকে বরখাস্ত করা, যুদ্ধ অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধাদের পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করা।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাবি শাখার সভাপতি তারিকুল হাসান, শের-ই বাংলা হল আহ্বায়ক খন্দকার লিখন, জিয়া হল আহ্বায়ক অমর শুভ, সাংগঠনিক সম্পাদক শাম্মী আক্তার প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত