ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ঢাবি প্রশাসনের কড়াকড়ির প্রতিবাদে টিএসসিতে শিক্ষার্থীদের রাতভর অবস্থান

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৭, ০৯:৩১  
আপডেট :
 ১৭ নভেম্বর ২০১৭, ০৯:৩৫

ঢাবি প্রশাসনের কড়াকড়ির প্রতিবাদে টিএসসিতে শিক্ষার্থীদের রাতভর অবস্থান

রাত ৮টার মধ্যে টিএসসির চায়ের দোকান বন্ধের নির্দেশ এবং সেখানে শিক্ষার্থীদের আড্ডা দেয়ার বিষয়ে প্রশাসনের কড়াকড়ির প্রতিবাদে রাতভর টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে ভোররাত পর্যন্ত তাদের সেখানে অবস্থান করতে দেখা গেছে। প্রায় অর্ধশত শিক্ষার্থী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়।

এই কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘Tea Party after 8pm at TSC’। প্রতিবাদে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ সময় চা পানের পাশাপাশি প্রতিবাদী গানও পরিবেশন করেন।

গত রবিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী টিএসসিতে এসে আড্ডা দেয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তাদের পরিচয় জানতে চান। তারা নিজেদের বিশ্ববিদ্যালয় হলের আবাসিক শিক্ষার্থী পরিচয় দিলে তিনি তাদের হলে গিয়ে ‘আড্ডা’ দিতে বলেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা রাত ৮টার মধ্যে টিএসসির চায়ের দোকানগুলো বন্ধের নির্দেশ দেয়।

এ নিয়ে সংবাদ প্রকাশের পর ফেসবুকে ব্যাপক সমালোচনা চলতে থাকে। এরমধ্যে বৃহস্পতিবার রাতে এই প্রতিবাদী কর্মসূচি নেয়া হয়।

এদিন রাত ৮টা থেকেই বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা চায়ের দোকানে জড়ো হন। চা খাওয়া ও আড্ডার পাশাপাশি গিটার নিয়ে গানের আসর বসান। সারারাত এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

  • সর্বশেষ
  • পঠিত