ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

বুয়েটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১৬:৩৬

বুয়েটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

বৃহস্পতিবার বুয়েট কর্তৃক এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি বুয়েটের মূল ক্যাম্পাসে অবস্থিত রশীদ ভবনের সামনে থেকে শুরু হয়ে সমগ্র কাম্পাস প্রদক্ষিণ শেষে আবার রশীদ ভবনের সামনে এসে শেষ হয়। এ উপলক্ষ্যে ক্যাম্পাসের সকল গেইট, বিভিন্ন ভবনের সামনে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড টাঙানো হয়। শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীগণ শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন এবং সাফল্যের তথ্যাবলি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ উক্ত আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিডিপি-এর ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সকল মানদন্ড পূরণের স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে বুয়েট কর্তৃপক্ষ। //আরএস//

  • সর্বশেষ
  • পঠিত