ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

'তারকাদের জীবনের ইতিবাচক দিকগুলো তুলে ধরা উচিত'

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:৩৬  
আপডেট :
 ৩১ অক্টোবর ২০১৭, ১৫:৪২

'তারকাদের জীবনের ইতিবাচক দিকগুলো তুলে ধরা উচিত'

টিভি উপস্থাপনায় নাম লেখালেন চিত্রনায়িকা পূর্ণিমা। আরটিভিতে 'এবং পূর্ণিমা' নামের এই অনুষ্ঠানটি শীঘ্রই দেখতে পাবেন দর্শকরা।

অবশ্য এই প্রথম উপস্থাপনা করছেন না তিনি। কিছুদিন আগে পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। মাঝে একাধিক করপোরেট অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা গেছে তাকে।

এরই মধ্যে 'এবং পূর্ণিমা' অনুষ্ঠানের চারটি পর্বের শুটিং হয়ে গেছে। পর্বগুলোতে অতিথি হয়েছেন তৌকীর আহমেদ, আঁখি আলমগীর, আরিফিন শুভ এবং দ্বৈতভাবে কণা-ইমরান।

এ প্রসঙ্গে পূর্ণিমা জানান, সবাই তো এখন আমাকে নায়িকার চেয়ে উপস্থাপক হিসেবেই বেশি ভাবছেন! বাংলাদেশে এর আগে কোনো নায়িকা এভাবে উপস্থাপনায় আসেননি। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।

নায়িকা বলেন, কাজটি আমি বেশ উপভোগ করছি। এখানে স্ক্রিপ্ট থাকছে। প্রযোজককে আমি বলেছি, যাতে অতিথিদের সম্মান বজায় রেখে প্রশ্নগুলো সাজানো হয়।

তিনি আরও বলেন, আর অতিথির অনুমতি নিয়েই ব্যক্তিগত কোনো কিছু জিজ্ঞেস করাটা ভালো বলে আমি মনে করি। তবে আমার মনে হয় তারকাদের জীবনের ইতিবাচক দিকগুলোই তুলে ধরা উচিত।

/এসবি/

  • সর্বশেষ
  • পঠিত